হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিক দলের নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

রাজু হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে চোর সন্দেহ শ্রমিক দলের এক নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রাজু হোসেন সদর উপজেলার সবুজের গোঁজা এলাকার সবুজ মিয়ার ছেলে। তিনি চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ছিলেন। গতকাল রোববার রাতে সবুজের গোঁজা এলাকায় রাজুকে কয়েক দফা মারধর করা হয়। আজ সকালে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে সবুজের গোঁজা এলাকায় কবির হোসেনের বাড়ি থেকে অটোরিকশা চুরির অভিযোগ তুলে রাজুকে আটক করা হয়। পরে কবিরের নেতৃত্বে এলাকার লোকজন তাঁকে মারধর করেন। রাতভর কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে রাজু গুরুতর আহত হলে আজ সকালে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজু হোসেন চররুহিতার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাজুর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অথচ রাতের আঁধারে কবির হোসেন নামের এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় রাজু। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শ্রমিক দলের নেতা-কর্মীরা।’

এ বিষয়ে সদর থানার ওসি মোন্নাফ বলেন, ‘চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। চুরি না অন্য কোনো ঘটনায় এই হত্যাকাণ্ড, সে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন: শোভাযাত্রার আগেই সুখবর দেবে ডিএমপি

মঙ্গল শোভাযাত্রার নাম বদলের ব্যাখ্যা ও শিক্ষক–শিক্ষার্থী দ্বন্দ্বের অবসান চান চারুকলার শিক্ষার্থীরা

মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট

মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেপ্তার

ব্রি-১০৮ ধানে চমক: ২১ কেজি বীজে ২২১ মণ ফলন

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

সাংগ্রাই উৎসবে রঙিন বান্দরবান

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার