Ajker Patrika
হোম > সারা দেশ

হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গায় টুটুল মোল্লা (৬০) নামের এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

টুটুল জেলার আলমডাঙ্গা উপজেলার মানিকনগর পাঁচলিয়া গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে মাদক মামলায় সাজা ভোগ করছিলেন।

টুটুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। তিনি জানান, ২০২২ সালের ১৩ ডিসেম্বর ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ টুটুলকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাঁকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে টুটুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানান জেল সুপার। তিনি বলেন, ‘তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে যশোরে পৌঁছালে তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রথম নারী এসপি পেল যশোর

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২