হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের বাগানে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিহত রাব্বি হাওলাদার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিন দিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে রাব্বি বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ২১ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের তদন্তে রাব্বির বাড়ির পাশে গোডাউন এলাকায় বাগানের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে নিহতের ভাই সাব্বির হাওলাদার বলেন, ১৯ জানুয়ারি রাত ১টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে তিনজন পলাতক রয়েছে। আমরা তাদেরই সন্দেহ করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইকে এর আগেও পূর্বশত্রুতার জেরে তারা ধাওয়া দিয়েছে।

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

সমন্বয়ক পরিচয়ে ভারতীয় চিনি-জিরা গুদামজাত, ২ জনকে গ্রেপ্তার করল যৌথ বাহিনী

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

যুবদল নেতার বাড়িতে গুলির আগে পুলিশের সঙ্গে দুর্বৃত্তরা, নেতা-কর্মীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে নিহত মেহেদিসহ তিন রাবি শিক্ষার্থীর মৃত্যুবিমা পরিশোধ করল জেনিথ লাইফ ইনস্যুরেন্স

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রেমঘটিত কারণে দুই তরুণের দ্বন্দ্ব, মার খেলেন রাবির সমন্বয়ক

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

সেকশন