হোম > সারা দেশ > ঢাকা

কালুখালীতে ২ বাসের সংঘর্ষ, আহত ১২ যাত্রী

রাজবাড়ী প্রতিনিধি

আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১০: ১০
রাজবাড়ীর কালুখালীতে দুর্ঘটনাকবলিত দুই বাস। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালীবাড়ি গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। তিনি জানান, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

যাত্রীদের বরাতে ওসি হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালীবাড়ি গাড়িয়ানা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা রংপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ১২ জন আহত হয়।

ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।

এক প্রশ্নের উত্তরে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওভারটেকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

কাজ না করেই ১৫ কোটি টাকা ঠিকাদারের পকেটে

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের ৬ রেডিওথেরাপি যন্ত্রই নষ্ট

নাগিনে শেষ ছোবল বিএনপি নেতাদের

ফের চাঁদাবাজিতে শীর্ষ সন্ত্রাসী ইমন, মামলা

সেকশন