Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা বিএসএফের

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা বিএসএফের
সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বাঁশের বাতা দিল বিএসএফ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় নির্মাণ করা সেই কাঁটাতারে এবার বাঁশের বেড়া লাগানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাহারায় ভারতীয় নাগরিকেরা এ কাজ করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান তাঁরা। গত মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল হোসেন।

এর আগে ১০ জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ-ভারতের প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের সাব-পিলার ৩৭ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখার শেষ অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণশ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে সাড়ে ৩ থেকে ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। বেড়া দেওয়ার ছয় দিনের মাথায় ১৫ জানুয়ারি দুপুরে বেড়ার চার থেকে পাঁচ গজ পরপর একটি খালি করে কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এর ১২ দিন পর ওই বেড়ায় বাঁশের বাতা বেঁধে দিল বিএসএফ।

কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা গুনা (জিআই তার) দিয়ে বেঁধে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাতা বেঁধে দিতে বিজিবি সদস্যরা নিষেধ করে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানান। বিএসএফ সদস্যরা কথা না শুনে ভারতীয় নির্মাণশ্রমিকদের কাজ চালিয়ে যেতে সহায়তা করছেন। এ সময় একজন বিএসএফ জোয়ানকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো।’ বিজিবি সদস্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশের কোনো ধরনের নির্মাণকাজ না করার প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেন। বিএসএফ সদস্যরা তা না শুনে তর্ক করতে থাকেন।

দহগ্রাম সরকারপাড়া এলাকার আব্দুর রহিম (৫০) বলেন, ‘সীমান্তের একদম শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফ ও ভারতীয় লোকজন প্রায় সময় এসে হিন্দিতে নানা ধরনের উসকানিমূলক কথা বলে যায়। রাতে এসে হঠাৎ চিৎকার করে। এতে আমাদের ভয় হয়।’

পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল বলেন, ‘বাঁশের বাতা তিন দিন আগে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি ও নিষেধ করেছি। বর্তমানে বাতা আর বাঁধছে না। কাজ বন্ধ আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।’

স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় স্ত্রীর মামলা, পুলিশ হেফাজতে নিরাপত্তাকর্মী

খুলনা মহানগর বিএনপির কাউন্সিল: সভাপতি মনা, সম্পাদক তুহিন

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

নামডাকওয়ালা ফুটবলার থেকে হানিফের চরমপন্থী নেতা হয়ে ওঠা

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ