খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আজ শুক্রবার সাড়ে ১২টায় আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিকাশ মণ্ডলের ছেলে অমিত মণ্ডল (২২), হাড়িয়া সুব্রত মণ্ডলের ছেলে প্রান্ত মণ্ডল (২০), সুব্রত মণ্ডলের ছেলে সৌম দ্বীপ (১৮) এবং মেছের আলী গাজীর ছেলে আবু মুসা গাজী (২১)।
পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, আজ সকালে পৌর সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে গাঁজা, ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।