হোম > সারা দেশ > বরিশাল

কীর্তনখোলায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঘূর্ণিঝড় রিমালের বৈরি আবহাওয়ার মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ জেলে জাহাঙ্গীর ঘরামীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর আজ শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। 

জাহাঙ্গীরের মৃগী রোগ ছিল জানিয়েছেন তার বোন নাজমা বেগম। গত সোমবার জাহাঙ্গীর মাছ ধরতে নদীতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। 

নিহত জেলে জাহাঙ্গীর বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা বারেক ঘরামির ছেলে। জাহাঙ্গীরের বোন নাজমা বেগম বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে গত সোমবার সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে কীর্তনখোলা নদীতে যায়। 

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আবহাওয়া কিছুটা ঠিক হলে খোঁজ করে তার সন্ধান করে ব্যর্থ হই। পরে আজ শুক্রবার তার ভাসমান লাশ উদ্ধারের খবর পেলাম। 

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীরকে সব শেষ গত সোমবার নদীর তীরে মাছ ধরতে দেখেছিল লোকজন। কিন্তু সে কীভাবে নদীতে পড়ল তা জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ