Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

পটুয়াখালী প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ
পটুয়াখালী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় বিএনপির এক পক্ষকে ডাকায় অন্য পক্ষ গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জেলার দুমকি উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় বিএনপির একপক্ষকে ডাকায় অন্যপক্ষ ক্ষুব্ধ হয়। পরে ক্যাম্পাসে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে বলে জানা গেছে।

আহতরা হলেন দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু। তাঁরা সবাই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী বলে দলীয় সূত্রে জানা গেছে।

পবিপ্রবির একাধিক সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবি ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তাঁর আগমনকে কেন্দ্র করে দুমকি উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে না জানিয়ে বিএনপির অন্য গ্রুপের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়ায় আনোয়ার গ্রুপ ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তাঁরা মুক্ত বাংলা চত্বরে জড়ো হন। এ সময় মতিউর রহমান দিপু ও তাঁদের অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘আলতাফ হোসেন চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তাঁর দুমকি তথা পবিপ্রবি ক্যাম্পাসে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপি কিছুই জানতাম না।’

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের