ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার পথে পুকুরে পড়ে মোছা আয়েশা (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ আয়েশা ওই এলাকার ফরিদ উদ্দিনের স্ত্রী।
লর্ড হার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ আয়েশার ঘরের চারদিকে পানি উঠলে নিরাপদ আশ্রয়ের জন্য পাশেই বসবাস করা দাদার বাড়িতে যাওয়ার জন্য বের হন তিনি। এ সময় রাস্তা পানিতে ডুবে থাকায় পথ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যান তিনি।
লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা বলেন, ‘রাস্তা পানিতে ডুবে থাকার কারণে পথ হারিয়ে পুকুরে পড়ে যান ওই গৃহবধূ। আজ সকালে পুকুরে তাঁর জুতা ভাসতে দেখেন গৃহবধূ আয়েশার মা রাবেয়া বেগম। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, লালমোহনে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।