হোম > সারা দেশ > বরিশাল

সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, নবজাতকের ঠাঁই মিলল ছোটমণি নিবাসে

গৌরনদী ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এক মেয়েসন্তানের জন্ম দেন। পরে বাবার পরিচয় না পাওয়ায় তাঁর সন্তানকে জেলার আগৈলঝাড়া ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘গতকাল বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তান সম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে (৩৫) স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ভর্তির পর থেকে তিনি পর্যবেক্ষণে ছিলেন। আজ সকাল ৮টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তাঁর এক মেয়েসন্তান হয়েছে। ওই নারী হাসপাতালে ভর্তি আছেন।’

মানসিক ভারসাম্যহীন এই নারী গৌরনদীর বিভিন্ন বাজার–ঘাটে ঘুরে বেড়ান। গতকাল দুপুরে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামে সড়কের পাশে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। এই খবর স্থানীয় লোকজনের কাছ থেকে পান বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বিপুল হোসেন। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।’

নবজাতকের বাবার পরিচয় পাওয়া যায়নি বলে জানান গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান। তিনি বলেন, ‘শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আজ বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে (ছোটমণি নিবাস) শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।’

আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরিশাল বিভাগীয় ছোটমণী নিবাসে আজ বিকেলে নবজাতককে আনা হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠানের উপ–তত্ত্বাবধায়ক ও আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। তিনি বলেন, ‘শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। স্টাফরা তাঁকে গ্রহণ করে মাতৃস্নেহে পরম আদরে পালন করছেন।’

বরিশাল বিভাগীয় ছোটমণী নিবাসে নবজাতককে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. আবুল হোসেন, গৌরনদী অফিস সহকারী মো. নুরুজ্জামান মোল্লা, গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ও মিডওয়াইফ কনিকা হালদার।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ