হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ঝাউতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রাবেয়া বেগম (৬০) নামে পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ইন্দুরকানী উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত লুৎফর রহমান রাজার স্ত্রী। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে রাবেয়া বেগম পিরোজপুর থেকে বাড়ি ফেরার জন্য সদর উপজেলার ঝাউতলা নামক স্থানে অটোরিকশা থেকে নামেন। পরে তাঁর শিশু নাতিসহ রাস্তা পার হতে গেলে পাড়েরহাট থেকে আসা একটি মোটরসাইকেল রাবেয়া বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক তারেক আজিজ বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে এক নারীকে আনা হয়। কিন্তু এখানে আনার আগেই মারা যান তিনি। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান মিলু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ