হোম > সারা দেশ > বরিশাল

জেলেদের জালে ‘আজব’ মাছ, দেখতে ভিড়

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারও ধরা পড়েছে সাতটি সেইল ফিশ। এই মাছ মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির প্রাণীও এটি। সেইল ফিশ জেলেদের জালে খুব একটা ধরা পড়ে না। জেলেরা বলেন পাখি মাছ। তাই স্থানীয়দের কাছে অনেকটা বিরলই বলা যায়।

গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামের এক মাঝির জালে পাঁচটি এবং সোবাহান নামের অপর এক মাঝির জালে দুটি সেইল ফিশ মাছ ধরা পড়ে। সাতটি মাছের মধ্যে তিনটির ওজন ৬০ কেজি করে, একটির ওজন ৪৫ কেজি ও অপর তিনটির ৩১ কেজি করে।

আজ শুক্রবার দুপুরে মাছগুলো মৎস্য বন্দর মহিপুরের এমকে ফিশ নামের আড়তে বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমে যায়। 

জেলেরা জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো তাঁদের জালে ধরা পড়েনি। মাছের ওজন বেশি হওয়ায় ঘাটে নিয়ে আসতে তাঁদের বেশ কষ্ট হয়েছে।  

এর আগে গতকালও নুরুন্নবী মাঝি ৬০ ও ৫৫ কেজি ওজনের আটটি পাখি মাছ মহিপুরে নিয়ে এসেছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু। বিদেশে এর বেশ চাহিদা আছে। এই মাছের ইংরেজি নাম সেইল ফিশ।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন