নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগরীতে এক ষোড়শী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ বুধবার নগরীর রূপাতলী এলাকা থেকে ইমরান আলী শোভন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরীর নতুন হাউজিং এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরী মঙ্গলবার রাতে ইমরানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ / ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জানা গেছে, কিশোরী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার বাসিন্দা। সে মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুর সঙ্গে ২৪ নম্বর ওয়ার্ডের নতুন হাউজিং এলাকায় ঘুরতে বের হয়। পরে রাত ১১টার দিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।