মুলাদীতে লোহার সেতু ভেঙে খালে, বাঁশের সাঁকোই ঝুঁকি নিয়ে চলাচল

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ১৩

বরিশালের মুলাদীতে একটি লোহার সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন তিন গ্রামের মানুষ। গতকাল বুধবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের খালের সেতুটি ভেঙে পড়ে। এতে সেতু একাংশে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন বাসিন্দারা।

এদিকে সেতু ভেঙে পড়ায় খালে ইঞ্জিনচালিত নৌকা ও জেলে নৌকা চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি বেড়েছে বলে জানান, স্থানীয়রা। দ্রুত লোহার সেতু অপসারণ করে নতুন ঢালাই সেতু নির্মাণ করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, কয়েক দিনের ভারী বর্ষায় চরমালিয়া ব্যাপারীর হাট থেকে ৩৬ ভেদুরিয়া খালের লোহার সেতুটি ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তায় বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১০ বছরের পুরোনো সেতু ভেঙে পড়ায় চরমালিয়া, ষোলঘর ও ৩৬ ভেদুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত সেতু মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। 

চরমালিয়া গ্রামের শহিদুল ইসলাম সিকদার বলেন, জয়ন্তী নদীর ৩৬ ভেদুরিয়া মোহনা থেকে ব্যাপারীর হাট পর্যন্ত খাল দিয়ে বেশ কিছু ইঞ্জিনচালিত নৌকায় মালামাল পরিবহন করেন। এ ছাড়া স্থানীয় জেলেরা নদীতে যাওয়ার জন্য খালটি ব্যবহার করেন। সেতু ভেঙে পড়ায় খাল দিয়ে নৌকা চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় জেলেরা দুর্ভোগে পড়েছেন। ভাঙা সেতুটি অপসারণ করা হলে নৌকা দিয়ে চলাচল সহজ হতো। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, সফিপুর ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। স্থানীয় ইউপি সদস্যকে সেতুটি অপসারণের নির্দেশনা দেওয়া এবং নতুন সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহসানের রোজাকে নিয়ে বরিশালে চাঞ্চল্য

যুবদল নেতা নাসির হত্যার দায় নিচ্ছে না কেউ, ৩ দলের পাল্টা সংবাদ সম্মেলন

অবসরের ৬ মাস আগেই প্রধান শিক্ষককে চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ

মির্জাগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় অভিযোগ