হোম > সারা দেশ > পটুয়াখালী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় নিরাপত্তা জোরদার, হোটেলে বিশেষ ছাড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা জোরদারসহ তিন দিনব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এ ছাড়া কুয়াকাটার সব হোটেল-মোটেলে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল মালিক কর্তৃপক্ষ। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিনের ছুটিতে কুয়াকাটা পর্যটন ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন উৎসবের ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে মহিপুর থানা ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে।’ 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশ নেবেন। 

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ।’ 

কুয়াকাটা পর্যটন পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন আছে।’ 

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পর্যটকদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। আসা করছি আমাদের এই উৎসবে অনেক পর্যটকের সমাগম হবে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ