Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝালকাঠির সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কাওসার সিকদার (৩০)। তিনি শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

আজ রোববার দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দালাল সন্দেহে তিনজনকে আটকের পর একজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয়। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাইফুল ইসলাম আরও বলেন, আমাদের টিম সকাল থেকে ছদ্মবেশে এখানে অবস্থান নেয়। পরবর্তীকালে পাসপোর্ট অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদরা অতিরিক্ত টাকার মাধ্যমে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলেন এবং এর সঙ্গে এই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যোগসূত্র থাকার কথাও জানান। আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের