হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে চোরাই ৪ ট্রলারসহ গ্রেপ্তার ১ 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে চারটি চোরাই ট্রলারসহ সাইদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সাইদুরের বাড়ি নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। তাঁকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এইচ এম শাহীন। তিনি বলেন, ‘সাইদুরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আজ বুধবার সকালে পিরোজপুর আদালতে পাঠায়।’ 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় পাটিকেলবাড়ীতে সাব-ইন্সপেক্টর ওয়ালিদ হোসেন ফোর্স নিয়ে টহলরত ছিলেন। এ সময় গোপন সংবাদে জানতে পারেন, দৈহারী ইউনিয়নের গণকপাড়া গ্রামের স্টিল ব্রিজের নিচে চোরাই ট্রলার বিক্রি হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি স্টিলবডির ট্রলারসহ সাইদুর রহমানকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর একজন সহযোগী পালিয়ে যান। পুলিশ সাইদুরকে থানায় নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, পলাতক সহযোগীর নাম আইয়ুব সরদার। আইয়ুব বানারীপাড়া থানার আশ্রাফ সরদারের ছেলে। 

ওসি শাহীন বলেন, ‘সাইদুরকে জিজ্ঞাসাবাদের পর তাঁর জিম্মায় থাকা আরও তিনটি স্টিলবডির ট্রলার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সাইদুর ও আইয়ুব সংঘবদ্ধ ট্রলার চোরাই কারবারি। তাঁরা ধারাবাহিক ট্রলার চুরি করে বিক্রি করেন। জব্দ করা ট্রলার চারটির আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদলতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে রিমান্ডের আবেদন করবে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ