Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল ২ সন্তানসহ মায়ের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল ২ সন্তানসহ মায়ের

বরিশালের বাকেরগঞ্জে লেবুবাগানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। দুই সন্তান নিয়ে মা বাড়ির বাগানের গাছ থেকে লেবু আনতে গিয়েছিলেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ডালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সোনিয়া বেগম ও তাঁর মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে আগে থেকেই বাগানে পড়েছিল। সেটা জানত না রিয়াজ মোল্লার পরিবার। লেবু তুলতে গিয়ে প্রথমে তারে জড়িয়ে পড়ে ছেলে সালমান। তাকে উদ্ধার করতে গিয়ে মা সোনিয়াও বিদ্যুতায়িত হন। মা ও ভাইকে রক্ষা করতে গিয়ে মেয়ে রেজমিরও একই পরিণতি হয়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান। 

ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, ‘স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানানোর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর পর হলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। 

পল্লী বিদ্যুতের বাকেরগঞ্জ জোনাল উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাস জানান, কত দিন ধরে তার ছিঁড়ে পড়েছে, সেটা তাঁরা জানতেন না। তিনি জানান, এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের