হোম > সারা দেশ > বরিশাল

সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন। আমাদের গণতন্ত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে।’ 

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের টাউন হলের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সব কথার শেষ কথা, শেখ হাসিনাকে তাড়াতে হবে। তা না হলে দেশ থাকবে না। দেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়। ব্যাংকে টাকা নাই, এলসি খোলা যাচ্ছে না। ওবায়দুল কাদের হঠাৎ করে মঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন। কেউ কি ঝাঁকি দিয়েছে নাকি?’ 

১০ দফা দাবি আদায়ের সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ‘আদালতের বিচারপতিরা ন্যায়বিচার করতে পারেন না। সকল আদালত চলে ওপরের নির্দেশে। দেশে ভোট চোর একটাই। শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়।’

নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মুহাম্মদ শহিদুল্লাহ, আবু নাসের মো. রহমাতুল্লাহ, নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ।

এদিকে সমাবেশ চলাকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে সিনিয়র নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ