Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন। আমাদের গণতন্ত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে।’ 

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের টাউন হলের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘সব কথার শেষ কথা, শেখ হাসিনাকে তাড়াতে হবে। তা না হলে দেশ থাকবে না। দেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়। ব্যাংকে টাকা নাই, এলসি খোলা যাচ্ছে না। ওবায়দুল কাদের হঠাৎ করে মঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন। কেউ কি ঝাঁকি দিয়েছে নাকি?’ 

১০ দফা দাবি আদায়ের সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ‘আদালতের বিচারপতিরা ন্যায়বিচার করতে পারেন না। সকল আদালত চলে ওপরের নির্দেশে। দেশে ভোট চোর একটাই। শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়।’

বরিশালে বিএনপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সামনে চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন নেতা–কর্মীরা।নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মুহাম্মদ শহিদুল্লাহ, আবু নাসের মো. রহমাতুল্লাহ, নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ।

এদিকে সমাবেশ চলাকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে সিনিয়র নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ