নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনার অভয়াশ্রম থেকে বিপুল পরিমাণ পোয়া ও তপসে মাছ ঢাকায় পাচারের সময় জব্দ করেছে কোস্টগার্ড।
আজ বুধবার সকালে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চ থেকে ওই মাছ জব্দ করা হয় বলে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, মঙ্গলবার বিকেলে অভয়াশ্রমে ইলিশ রক্ষা অভিযানে যায় হিজলা ও কালিগঞ্জ স্টেশন কোস্টগার্ড। যৌথ দলটি মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ ঘাটে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে হাতিয়া থেকে ঢাকাগামী এমভি তাসরিফ-১ লঞ্চটি কালিগঞ্জ ঘাটে ভেরালে কোস্টগার্ডের যৌথ দল লঞ্চটিতে অভিযান চালায়। এ সময় লঞ্চের বিভিন্ন স্থানে রাখা ১২টি ঝুড়িতে ভরা প্রায় ৫ হাজার ১৬০ কেজি পোয়া ও তপসে মাছ জব্দ করে।
মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেনের উপস্থিতিতে ওই মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।