পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে বরগুনা সদর থানায় রাষ্টদ্রোহ মামলা হয়েছে। বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার মামলাটি করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুর হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীর কবিরকে প্রধান আসামি করে গতকাল রাতে সদর থানায় মামলা হয়েছে। পৃথক দুটি চাঁদাবাজিv মামলায় জাহাঙ্গীর কবির বর্তমানে বরগুনা জেলা কারাগারে আছেন। গতকালের মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তাঁর সঙ্গে জাহাঙ্গীর কবিরের একটি ফোনালাপ ১২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন ঢাকা থেকে পুলিশের একটি দল এসে বরগুনা সদর থানার পুলিশ ও বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে। পরে তাঁকে চাঁদাবাজির দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।