যমজ দুই ভাই আবদুল রহিম শাওন ও আবদুল করিম শান্ত। দুজনকে একসঙ্গে দেখলে পরখ করার উপায় নেই কয়েক মিনিটের ছোট-বড় কে। হুবহু দেখতে দুই ভাইকে নিয়ে প্রায়ই বিব্রত হন শিক্ষকসহ সহপাঠীরা। হঠাৎ দেখলে চিনতে পারেন না শাওন নাকি শান্ত। একই সঙ্গে পড়াশোনা করেছে তারা। সবাইকে অবাক করে দিয়ে একই নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে যমজ এ দুই ভাই।
শাওন ও শান্ত উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা প্রবাসী খোকন হাওলাদার ও ঝুমুর বেগম দম্পতির ছেলে। সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয় থেকে তারা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মার্কশিটে দুজনের নম্বর ৯৬৯। যা তাক লাগিয়ে দিয়েছে পরিবার, স্বজনসহ শিক্ষক-শিক্ষার্থীদের।
শাওন ও শান্ত আজকের পত্রিকাকে জানায়, তারা দুই ভাই প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একই ক্লাসে লেখাপড়া করেছে। সহায়ক বই তারা আলাদা-আলাদা না কিনে এক সেট কিনে পড়ত। এতে তাদের লেখাপড়ার খরচ একটু কম হতো। এবারে একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়েছে। বড় হয়ে দুজনেরই চিকিৎসক হওয়ার ইচ্ছা। তাদের এই লেখাপড়ার পেছনে মা-বাবার অনুপ্রেরণা সবচেয়ে বেশি।
সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল বলেন, শাওন ও শান্ত ২০১৯ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও তারা জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয় অধ্যয়নকালে তারা নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিল। তাদের এই সাফল্য ধারাবাহিকতা রাখতে পারলে দুজনেই সফল হবে।