হোম > সারা দেশ > ভোলা

ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিখোঁজ যাত্রীদের খুঁজতে উদ্ধার তৎপরতা চালানো হয়। ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। স্পিডবোট ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য জানিয়েছেন।

নিহত ব্যক্তি হলেন জালিস মাহমুদ (৫০)। তিনি ভোলার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এইচআর বিভাগে চাকরি করতেন। আহত ব্যক্তি ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

নৌ থানার ওসি সনাতন চন্দ্র জানান, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পিডবোটটি। চরমোনাই এলাকাসংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, ছয়জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মধ্য থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া তীরে উঠে আসা যাত্রীদের একজন আহত থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ