হোম > সারা দেশ > বরিশাল

ভারতের পার্লামেন্টে আমাদের দেশ নিয়ে আলোচনা কেন: প্রশ্ন চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাইতে দলের গণজমায়েতে চরমোনাই পীর। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমাদের দেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক। তাদের ভালোমন্দ আমরা দেখব। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে কেন আলোচনা হবে? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?’

চরমোনাইতে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আজ শুক্রবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েতে চরমোনাই পীর এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের দেশ নিয়ে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে সব দলকে জাতীয় ঐক্য গড়ে তুলে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ এ সময় তিনি ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।

গণজমায়েতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যারা দখলবাজি করছে, তারা আধা পাগল। তাদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হাসপাতাল তৈরি করা জরুরি। এসব রাজনীতিবিদ সুস্থ হলেই দেশটাকে কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ লতিফ প্রমুখ।

আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই গণজমায়েত শেষ হবে। সকাল সাড়ে ৮টায় মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। লাখো মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আয়োজকেরা মনে করছেন।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন