হোম > সারা দেশ > পিরোজপুর

হত্যার পরিকল্পনার মামলায় কৃষক লীগের চাঁন মিয়া গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

মো. চাঁন মিয়া মাঝি। ছবি: সংগৃহীত

হত্যার পরিকল্পনা ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে সদর থানায় করা হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির একটি মামলা রয়েছে।

মামলায় চাঁন মিয়া ছাড়াও তাঁর ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগনে জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর পক্ষে বাদী মো. জহিরুল ইসলাম কলিম নির্বাচনী কাজ করতে ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে আসেন। ওই বছরের ২৮ ডিসেম্বর কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী সদর উপজেলার দুর্গাপুর গ্রামের তাঁর গাড়ি ভাঙচুর এবং গাড়ির মধ্যে থাকা ধানের শীষ প্রতীকের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের একটি ঘটনার বিষয়ে থানায় মামলা রুজুর পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ