কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ হাসান বলেন, গতকাল শনিবার রাত ১১টার দিকে বাজারের পার্শ্ববর্তী কঁচা নদীতে মাছ ধরতে আসা জেলেরা আগুন দেখে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন কাউখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আটটি দোকান পুড়ে যায়।
এর মধ্যে পেঁয়াজ-আলুর আড়ত, মুদি দোকান, চায়ের দোকান, গাড়ির প্লাস্টিক কারখানা, টেইলার্স এবং ব্যাটারিচালিত গাড়ি চার্জের ঘর রয়েছে। ঘটনার ১৫ ঘণ্টা পরও প্রশাসনের কেউ ঘটনাস্থল পরিদর্শন না করায় ব্যবসায়ী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
কাউখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।