Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় সাত মণ হাঙ্গরসহ ট্রলার মাঝি আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় সাত মণ হাঙ্গরসহ ট্রলার মাঝি আটক

গভীর সমুদ্র থেকে হাঙর শিকার করে বরগুনার পাথরঘাটা শুঁটকিপল্লিতে নেওয়ার পথে সাত মণ হাঙরসহ ট্রলার ও মাঝি মনিরকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড পাথরঘাটা। আজ সোমবার দুপুর ১২টার দিকে পাথরঘাটার বিশখালী ও বলেশ্বর নদীর বাড়ানী খাল থেকে ট্রলারের মাঝি মনিরকে হাঙরসহ আটক করা হয়। 

পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাঙরগুলো জব্দ করা হয়। 

পাথরঘাটা বন বিভাগের সদর বিট কর্মকর্তা মোহাম্মদ শহিদ উদ্দিন জানান, বন্য প্রাণী আইনে সমুদ্রে সব ধরনের হাঙর শিকার নিষিদ্ধ। তবে বাজারে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস, মুরগি গবাদিপশুর খাদ্যে হাঙরের তেল ব্যবহারে চাহিদা থাকায় কিছু অসাধু জেলেরা অবৈধভাবে হাঙর শিকার করছে।

 গোপন সূত্রে খবর পেয়ে পাথরঘাটা কোস্ট গার্ড বাহিনী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ছোট হাঙরসহ (সাত মণ) এক ট্রলার মাঝিকে আটক করেছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করলে বন বিভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাঙরগুলো মাটিচাপা দেয়। হাঙর শিকার যে নিষিদ্ধ বিষয়টি মাঝি না জানায় ও প্রথমবার শিকার করায় তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে এ বন কর্মকর্তা জানান। 

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক