হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে দুই বাসের সংর্ঘষে এক জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় জহিরউদ্দিন তারেক প্রজেক্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এই সংঘর্ষ হয়। এ সময় মো. কামাল হোসেন সিকদার (৩৮) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলায় চরমানাই মাহফিলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রে জানায়, বুধবার সকালে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী প্রিয়া পরিবহনের বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রিয়া পরিবহনের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। একই সময় সাকুরা পরিবহনের বাসটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কামাল হোসেন সিকদার ঘটনাস্থলেই নিহত হন এবং দুই পরিবহনের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নিহতের মামাত ভাই বাসযাত্রী মো. জামাল মাতব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একই এলাকার ৬ জন বরিশালের চরমোনাই ওয়াজ মাহফিল অংশগ্রহণ করার জন্য সদরপুরের পাঁচচর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠি। পরে দুর্ঘটনার শিকার হই’ 

উজিপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বাসের সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জনের মত আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে থানা-পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।’ 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ