হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভুয়া, বিবাহিত লীগ: বললেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সেখানে নগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সম্পর্কে জানতে চাইলে নেতা-কর্মীরা সমস্বরে বলেছেন—এই কমিটি ভুয়া! 

শনিবার (২৯ এপ্রিল) বরিশাল শিল্পকলা একাডেমিতে নগরীরে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের নিয়ে সভা করেন মেয়র পদপ্রার্থী। 

নেতাদের উদ্দেশে খোকন সেরনিয়াবাত বলেন, ‘নগরে ছাত্রলীগের বহু কর্মী আছেন, যাঁরা বর্তমানে অবহেলিত। এখন যে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি আছে, এটা কি ছাত্রলীগ?’ এ সময় নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘এটা ভুয়া, বিবাহিত লীগ!’ 

খোকন সেরনিয়াবাত তখন বলেন, ‘আমি আশা রাখি বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের কাছে, এই ছাত্রলীগকে শুদ্ধ এবং পরিষ্কার করবেন।’ 

বিকেলে অনুষ্ঠিত সভায় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগে মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না রেখে সবাই নির্বাচনী লড়াইয়ে নেমে যান, যাতে বরিশালকে একটি সুন্দর নগরী হিসেবে তৈরি করা যায়। যেকোনো কিছুর বিনিময়ে আমরা যেন ভোটে জয়যুক্ত হতে পারি। আমি অঙ্গীকার করছি, আমার কাছ থেকে কোনো অন্যায় হবে না। আমরা নতুন বরিশাল গড়ব।’ 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম। তিনি বলেন, ‘খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেওয়ায় ৩০০ আসনের মধ্যে ২০০ সংসদ সদস্যই খুশি।’ তিনি মেয়র পদপ্রার্থী খোকনের উদ্দেশে বলেন, ‘মানুষ আপনার দিকে তাকিয়ে আছে।’ 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন, নগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, ছাত্রলীগের নেতা অসীম দেওয়ান, মঈন তুষার, জসীম উদ্দিন প্রমুখ।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ