পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগের সভা চলাকালে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় সাতটি ককটেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বালিপাড়া বাজারের পশে এ ঘটনা ঘটে বলে জানায় পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদী হয়ে ৭৫ জনকে নাম উল্লেখসহ আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। রাতেই উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুলের রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বালিপাড়া বাজার সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের একটি সভা চলাকালে সভাস্থলের পাশেই পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এ সময় ককটেল বিস্ফোরণে যুবলীগের চারজন আহত হন। ইন্দুরকানী থানা-পুলিশ ও ডিবি (উত্তর) খবর পেয়ে ঘটনাস্থল থেকে অব্যবহৃত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে পাঠানো হয়েছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে একই দিনে রাত সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার শযি়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামাল আকন বাদী হয়ে ২৩ জনকে নামসহ আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে কাউখালী থানায় মামলা করেন। এ ঘটনায় রাতেই উপজেলা যুবদলের সদস্যসচিব শফিউল আজম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর ডিবি পুলিশ (উত্তর) ওসি মো. জাকারিয়া হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সভা বানচাল করতে এবং নাশকতা তৈরির উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটাতে পারে।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, বালিপড়া বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই সেখানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সেখান থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।