হোম > সারা দেশ > বরিশাল

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। 

গ্রেপ্তার ব্যক্তির নাম–মো. শাকিল আহমেদ, তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা। 

আজ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জাকির হোসেন মজুমদার বলেন, বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মো. তরিকুল ইসলাম রনি (৩৪) নামে এক ভুক্তভোগী কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতারক মো. শাকিল আহমেদ নিজেকে বরিশাল সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীকে করপোরেশনের লাইসেন্স শাখার সুপারভাইজার পদে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান।  এভাবে বিভিন্ন কিস্তিতে নগদ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। 

পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মো. তরিকুল ইসলাম রনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবিতে মামলাটি স্থানান্তরের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে প্রতারক মো. শাকিল আহমেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের বাসিন্দা। 

তিনি বলেন, ‘গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার অনেকেই ডিবি পুলিশের কার্যালয়ে যোগাযোগ করে জানান, প্রতারক নিজেকে কখনো প্রধান মন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার, কখনো নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো সিটি করপোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’ 

জিজ্ঞাসাবাদে প্রতারক তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা বের করার জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করে পুলিশ।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন