ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর (৪৫) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে ৫০০ টাকার ৬টি এবং ১০০০ টাকার ২টি নোট উদ্ধার করা হয়েছে।
আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদ আলী।
ওসি বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ অভিযান চালিয়ে আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।