Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু: ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু: ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম স্বাক্ষরিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ মামুন শিবলীকে প্রধান করা হয়েছে। 

আগামী ৩ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম সদর হাসপাতালের মর্গে রাখা নিহতদের দেখে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন। 

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ১৫ জনের মৃতদেহ স্বজনেরা শনাক্ত করেছে। তা হস্তান্তর করা হয়েছে। যারা পোস্ট মর্টেম ছাড়া নিতে আবেদন করেছেন তারা তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে মরদেহ দেওয়া হয়। বাদিকেরও স্বজনরা আসছেন। শনাক্ত হলে হস্তান্তর করা হবে।

এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে কী পরিমাণ মানুষ আটকে আছে, তা এখনই বলা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার হলে তখন বিস্তারিত বলা যাবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম জানান, বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

হিজলায় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা