হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় কমতে শুরু করেছে জোয়ারের পানি

বরগুনা প্রতিনিধি

বরগুনায় জোয়ার কমে যাওয়ায় উপকূলীয় এলাকার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ থাকলেও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার দুপুরে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানিয়েছেন, জেলার তিনটি প্রধান নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও ভাটির টানে পানি সাগরে নেমেছে। 

বরগুনা পাউবোর পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার জোয়ার ও প্রবল বর্ষণের ফলে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী এই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সকাল থেকে জোয়ারের সময় স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হয়েছে। 

মাহতাব হোসেন আরও বলেন, বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এ তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। এখন স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। 

বরগুনার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে পানি থাকলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। 

ওই এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি ভাটির টানে নেমে যাওয়ায় জলাবদ্ধতা সমস্যা নেই। 

এম বালিয়াতলী ইউনিয়নের সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফসলের মাঠে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ বন্ধ রাখতে হয়েছিল। আজ সকাল থেকে চাষাবাদ শুরু করেছি, কারণ ফসলের মাঠের পানি কমে গিয়েছে।’ 

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের বাড়ি বিষখালী নদীর তীরে। নদীর পানি বাড়লেই ফসলের মাঠ ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তবে আজ সকাল থেকে ভাটির টানে পানি কমে গিয়েছে। ফলে এখন আর সমস্যা হচ্ছে না।’ 

পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি নদীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকাগুলো আমরা দ্রুত মেরামতের আওতায় আনব। তবে আজ থেকে নদীর পানির তোড় কমতে শুরু করেছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলায় এখন আর জলাবদ্ধতা নেই।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ