Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

বরগুনার বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩ নম্বর সদস্য জাকির খানের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের পেশকার নাদিরা সুলতানা। গত মঙ্গলবার আদালতে মামলাটি হয় বলে তিনি জানান। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। 

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, বরগুনার বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দলনেতা ছিলেন তালিমুল ইসলাম পলাশ। এ সময় জাকির খান বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ১ নম্বর সদস্য পদ দাবি করেন। কিন্তু জাকির খান ঢাকায় অবস্থান করেন এবং সেখানে ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যস্ত থাকেন বিধায় তাঁকে ওই পদে সুপারিশ করেননি পলাশ। এতে মনঃক্ষুণ্ন হয়ে আসামি জাকির খান প্রতারণার আশ্রয় নিয়ে নিজের ব্যাংক (প্রিমিয়ার ব্যাংক, আশকোনা, ঢাকা) অ্যাকাউন্টের চেকে বাদীর অনুকূলে ৫০ হাজার টাকার চেক ইস্যু করে জাকির খান নিজেই তালিমুল ইসলাম পলাশের স্বাক্ষর জাল করে টাকা তুলে নেন। 

এরপর কমিটিতে পদ পাওয়ার জন্য বাদীকে ৫০ হাজার টাকা ঘুষ দিয়েছেন এবং পদ-বাণিজ্য করেছেন মর্মে প্রচার চালান, যা বিভিন্ন গণ্যমাধ্যমে প্রকাশিত হয়। এতে বাদীর এক কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়। 

মামলার বাদী তালিমুল ইসলাম পলাশ বলেন, ‘জাকির খান বামনা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য পদ দাবি করেছিল। আমি জেলা বিএনপির কাছে তার নাম সুপারিশ না করায় সে আমাকে অপদস্ত করার জন্য ষড়যন্ত্র করে। এর অংশ হিসেবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার নামে ৫০ হাজার টাকার চেক ইস্যু করে চেকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা নিজেই তুলে নিয়ে উৎকোচ দেওয়ার প্রমাণ তৈরি করে আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়ায়।’ 

‘গণমাধ্যমে এ-সংক্রান্ত খবরও প্রকাশিত হয়। এতে আমার মান ক্ষুণ্ন হয়েছে। আমি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতে ন্যায়বিচার পাব বলে আমি আশা করছি।’ 

মামলার বিষয় নিয়ে কথা বলতে জাকির খানের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া তাঁর ওয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও সাড়া মেলেনি। 

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জাকির খান একজন ব্যবসায়ী। তিনি পদ কিনে রাজনীতি করতে চেয়েছিলেন। আমরা সে সুযোগ না দেওয়ার পক্ষে থাকায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। পলাশ মামলা করেছেন জেনেছি। আশা করি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।’

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে তরল প্রাকৃতিক গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ