হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে স্ত্রীর থেকে স্বামী ৬১ বছরের ছোট

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভায় স্বামী আব্দুল হাকিমের (৪২) চেয়ে তাঁর স্ত্রী সালমা ৬১ বছরের বড়। আব্দুল হাকিম পৌরসভার জগৎপট্টি ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

জানা যায়, সালমার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। তাতে সালমার মোট বয়স ১০৩ বছর ১৪ দিন। আর স্বামী আব্দুল হাকিমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে আব্দুল হাকিমের বয়স দাঁড়ায় ৪২ বছর ৯ মাস ৩ দিন। তাঁদের পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা বেগমের থকে স্বামী আব্দুল হাকিম ৬১ বছরের বড়। বিষয়টি নিয়ে ওই দম্পতিকে গ্রামের প্রতিবেশীরা হাস্যরস করে বেড়াচ্ছেন।

ভুক্তভোগী গৃহবধূ সালমা জানান, ওতে তাঁর কোনো সুখ-দুঃখ নেই। প্রকৃতপক্ষে তাঁর বয়স ২২ বছর। সে হিসাবে ওই মহিলার জন্ম তারিখ ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর। 

আইডি কার্ড সংশোধন করার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, পরিচয়পত্র সংশোধনের জন্য অফিসে গিয়েছিলাম। তিন চার হাজার টাকা লাগবে বলছে। অত টাকা আমাদের নেই। তাই বিষয়টি নিয়ে অযথা চিন্তা করছি না। লোক যে যা বলুক কিছু করার নেই।

এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুনের অফিসে গেলে মো. সাবেরুল ইসলাম নামে এক কম্পিউটার অপারেটর বলেন, স্যার ভারতে গেছেন। আগামী মাসের ৫-৬ তারিখের মধ্যে আসবেন। 

পরিচয়পত্র পরিবর্তনের কথা জানতে চাইলে তিনি বলেন, ওই মহিলার আইডি কার্ডের বয়স সংশোধনের জন্য পৌরসভার মেয়রের প্রত্যয়ন, সালমা বেগমের অনলাইন জন্মসনদ কপি ও স্বামীর আইডি কার্ড লাগবে। এ জন্য ব্যাংকে ৩৫০ টাকার পে-অর্ডার দিতে হবে। এ ছাড়া সঠিক বয়স প্রমাণের জন্য সিভিল সার্জনের একটা প্রত্যয়ন লাগতে পারে। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বলেন, আইডি কার্ড সংশোধনে নিয়ম অনুযায়ী যদি কোনো টাকা পয়সা লাগে তবে তা সংশোধন করে নেওয়া দরকার। নির্বাচন অফিসার ছুটি থেকে কর্মস্থলে ফিরলে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। 

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০