হোম > সারা দেশ > বরিশাল

তালতলীতে প্রসূতির অস্ত্রোপচারের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীর একটি ক্লিনিকে প্রসূতির অস্ত্রোপচারের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা হাসপাতালের পূর্ব পাশের দোয়েল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

নবজাতকের বাবা ইব্রাহিম খলিল বলেন, ‘প্রসব বেদনা উঠলে স্ত্রীকে দোয়েল ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কিছু টেস্ট দেয়। টেস্ট রিপোর্ট পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষ বলে, দ্রুত সিজার করাতে হবে। না হলে বাচ্চা বাঁচানো যাবে না। পরে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে ১৮ হাজার টাকায় চুক্তি হয়। সন্ধ্যায় চিকিৎসক রুনা রহমান স্ত্রীর সিজার করেন। একপর্যায়ে বাচ্চার পিঠ থেকে রক্ত ঝরার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি বললেও ডাক্তার গুরুত্ব দেননি। পরে খবর পেয়ে হাসপাতালে পুলিশ আসে।’

ইব্রাহিম খলিলের অভিযোগ, তাঁর স্ত্রীকে অপারেশন থিয়েটারে প্রায় দেড় ঘণ্টা রাখা হয়। ডাক্তারের ভুলে বাচ্চার পিঠ কেটেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে দোয়েল ক্লিনিকের মালিক রাসেল মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ ছাড়া চিকিৎসক রুনা রহমানের ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সুমন পোদ্দার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার সিভিল সার্জন মো. ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের পিঠ কেটে ফেলার খবর পাওয়ার পর ঘটনা তদন্তের জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আরএমওকে নির্দেশ দিয়েছি। ওই চিকিৎসকের গাফিলতি ছিল কিনা, তাঁর চিকিৎসার অনুমতিসহ কাগজপত্র ঠিক আছে কিনা বা ক্লিনিকটি বৈধ কিনা—সব যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠিয়েছিলাম। ক্লিনিক কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন