হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জন কারাগারে 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে মুলাদী থানা পুলিশ তাঁদের বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ছাড়া ভুক্তভোগী তরুণীকে পরীক্ষা শেষে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপদ্মা এলাকায় একটি মাছের ঘেরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। ওই ঘটনায় তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই সফিপুর ফাঁড়ি পুলিশ তাঁর প্রেমিক ফজলে রাব্বী, মাছের ঘের কর্মচারী বাতেন গোমস্তা, রুহুল আমিন ব্যাপারী ও নাবিল খানকে আটক করেন। গতকাল শুক্রবার বিকেলে তরুণীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করলে পুলিশ আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় অভিযুক্ত রবিন ব্যাপারী এখন পর্যন্ত পলাতক রয়েছেন বলে জানায় থানা-পুলিশ। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ