Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জন কারাগারে 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৪ জন কারাগারে 

বরিশালের মুলাদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে মুলাদী থানা পুলিশ তাঁদের বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ছাড়া ভুক্তভোগী তরুণীকে পরীক্ষা শেষে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপদ্মা এলাকায় একটি মাছের ঘেরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। ওই ঘটনায় তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই সফিপুর ফাঁড়ি পুলিশ তাঁর প্রেমিক ফজলে রাব্বী, মাছের ঘের কর্মচারী বাতেন গোমস্তা, রুহুল আমিন ব্যাপারী ও নাবিল খানকে আটক করেন। গতকাল শুক্রবার বিকেলে তরুণীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করলে পুলিশ আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় অভিযুক্ত রবিন ব্যাপারী এখন পর্যন্ত পলাতক রয়েছেন বলে জানায় থানা-পুলিশ। 

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক