পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
পরে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা এটি অবমুক্ত করেন।