হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় দুই ট্রলারের সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে আ. রহমান সরদার (৩৫) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। বেপরোয়া গতিতে নৌযান চালানোয় হিজলা থানায় আজ রোববার এ মামলা করেন নিহতের বড় ভাই। 

আজ রোববার বাদ আসর টেকেরহাট বাজার বড় জামে মসজিদের সামনে আ. রহমান সরদারের জানাজা সম্পন্ন হয়। এর আগে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। 

নিহত রহমান সরদারের বাড়ি হিজলার মেমানিয়ায়। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আ. রাজ্জাক সরদারের ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন। 

নিহত রহমানের ভাই সোলায়মান সরদার বলেন, পারিবারিক গোরস্থানে তার ভাইকে দাফন করা হয়েছে। 

সোলায়মান আরও বলেন, ভাইয়ের ওপর বেপরোয়া গতির ট্রলারে উঠিয়ে দিয়েছে। এ ধরনের বেপরোয়া নৌযান চালকদের বিচার হওয়া উচিত। এজন্য হত্যা মামলা করেছেন তাঁর বড় ভাই বোরহান। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হিজলায় আকিকার অনুষ্ঠানে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। 

গতকালের দুর্ঘটনায় আহত মাহাতাব সিকদার বলেন, তারা একটি সামাজিক অনুষ্ঠানে (আকিকা) গিয়ে পথিমধ্যে মেঘনার শাখা নদীতে হঠাৎ একটি জেলেদের ট্রলারের সামনে পড়েন। একপর্যায়ে তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি চলে আসে জেলের ট্রলারটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাঝি খেয়াল করতে পারেনি। যে কারণে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান। 

মাহতাব আরও জানান, তাদের সঙ্গী আমিনুল মুন্সির নাতির আকিকা উপলক্ষে ছোট পরিসরে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারের ইটের ভাটায় খাওয়াদাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে যায়। 

স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ভাবে ইলিশ শিকার করে জেলেরা। যখন উপজেলা মৎস্য সংরক্ষণ অভিযানের কর্মকর্তারা স্পিডবোড নিয়ে তাদের তাড়া দেয় তখন তারা প্রশাসনের কাছ থেকে বাঁচতে এলোপাতাড়ি ট্রলার চালায়। দুর্ঘটনার সময়ও এমন কিছু ঘটতে পারে। 

হিজলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেপরোয়া গতিতে নৌযান চালিয়ে আ. রহমান নিহতের ঘটনায় তার ভাই বোরহান উদ্দিন সরদার আজ রোববার হত্যা মামলা করেছেন। মামলায় আসামি অজ্ঞাতনামা।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন