হোম > সারা দেশ > ভোলা

চরফ্যাশনে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার দুলারহাটে নিখোঁজের দুদিন পর পৃথক স্থান থেকে জিহাদ (৬) ও জুনায়েদ (৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টায় শিশু জিহাদকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের মায়নদী সংলগ্ন কার্ফার খাল থেকে এবং সন্ধ্যা ৬টার দিকে শিশু জুনায়েদকে মুজিবনগর ইউনিয়নের তেঁতুলতলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়।

জিহাদ আহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. এরশাদের ছেলে এবং জুনায়েদ ওই এলাকার মো. সবুজের ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।

পুলিশ বলছে, জিহাদ বাবা-মায়ের সঙ্গে আহাম্মদপুর তার মামা সবুজ মিয়ার বাড়ি বেড়াতে যায়। বুধবার বিকেলে খেলতে বের হয়ে জিহাদ এবং মামাতো ভাই জুনায়েদ নিখোঁজ হয়। শুক্রবার সকাল ১১টার সময় বাড়ির কাছে মায়নদী সংলগ্ন কার্ফার খালে জিহাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শিশু জিহাদকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় ৬টার দিকে নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ মুজিবনগর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও বলছে, ‘সবুজ মিয়ার বাড়ির পাশে কার্ফার খালের ওপর সুপারি গাছের সাঁকো আছে। ধারণা করা হচ্ছে-ওই সাঁকো পাড় হতে গিয়ে দুই শিশু খালে পড়ে যায়।’ 

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘নিখোঁজ দুই শিশুর পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ