হোম > সারা দেশ > বরিশাল

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় রমজান প্যাদা (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রমজান প্যাদা উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রমজান প্রতিদিন প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পথে দাঁড়িয়ে থাকত। বিভিন্ন সময় ছাত্রীদের অশালীন কথাবার্তা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। আজ পুলিশ সদস্যরা সাদা পোশাকে বিদ্যালয় সামনে অবস্থান নেন এবং রমজান প্যাদাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং আশপাশে বখাটেদের আড্ডা বন্ধে সতর্কতা জারি করা হয়েছে। এর পরেও ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ