হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে অস্ত্রের মুখে খামারির ১৩টি গরু লুট

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি খামার থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সবগুলো গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে কয়েকশ গজ দূরে লুটের এ ঘটনা ঘটে। 

খামারটির মালিক মো. রিয়াজ হাওলাদার জানান, ২০১৭ সালে এক আত্মীয়ের জমিতে তিনি গরুর খামারটি শুরু করেছিলেন। সর্বশেষ খামারে ফ্রিজিয়ান ও জার্সি প্রজাতির ৭টি গাভী ও ৬টি বাছুর ছিল। তিনি এক শ্রমিকের সঙ্গে রাতেই ওই খামারে থাকতেন। আজ রোববার ভোররাত ৩টার দিকে গরুর শব্দ শুনে খামারের পাশে থাকা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় ৩-৪ জন লোক ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের হাত ও চোখ বেঁধে ফেলে। 

এরপর দুইটি পিকআপযোগে গরুগুলো তুলে নিয়ে সেখান থেকে সটকে পড়ে চক্রটি। এ সময় তাঁর কাছে থাকা মোবাইলফোনও জোর করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে সকলের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাঁরা কাউকে চিনতে পারেননি। পরবর্তীতে হাতের বাধন খুলে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে রিয়াজ। এ ঘটনায় তার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জামান জানান, সিকদার মল্লিক ইউনিয়নে গরু লুটকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। খবর পেয়ে সকালেই পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পাশের থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ