Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে নির্যাতনের শিকার গৃহবধূর আত্মহত্যা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহনে নির্যাতনের শিকার গৃহবধূর আত্মহত্যা

ভোলা জেলার লালমোহন উপজেলায় বিয়ের সাত মাস পরে স্বামীর নির্যাতন সইতে না পেরে আরজু বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য আসলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরজুর বাবা সফিউল্যাহ বলেন, ৭ মাস আগে তাঁর মেয়েকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার মুসলমান বাড়ির মৃত ফজলুল হকের ছেলে নাজিম উদ্দীনের সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। ওই সময় আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়। এরপর সেই টাকা দিতে দেরি হওয়ায় প্রায়ই নির্যাতন করা হতো তাঁর মেয়েকে। যৌতুকের ওই টাকা নিতে আরজুসহ তাঁর স্বামী তাঁদের বাড়িতে আসেন। এদিনও টাকা না পাওয়ায় বিকেলে আবারও মারধর করে চলে যান আরজুর স্বামী নাজিমউদ্দিন। এমন নির্যাতন সহ্য করতে না পেরে রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আরজু। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে ওই গৃহবধূর বাবা থানায় মামলা দায়ের করেছেন। মামলা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।' 

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা