Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি নেতার বাধায় পণ্ড ভোক্তা অধিকারের অভিযান

পিরোজপুর প্রতিনিধি 

বিএনপি নেতার বাধায় পণ্ড ভোক্তা অধিকারের অভিযান

পিরোজপুরের কাউখালীতে স্থানীয় এক বিএনপি নেতার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। গতকাল শুক্রবার দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগ দেন। পরে কোনো ধরনের কার্যক্রম না চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যান।

ভোক্তা অধিকার অভিযান কার্যক্রমে বিএনপি নেতার বাধা। ছবি: আজকের পত্রিকা
ভোক্তা অধিকার অভিযান কার্যক্রমে বিএনপি নেতার বাধা। ছবি: আজকের পত্রিকা

ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাঁকে একাধিকবার জরিমানা করা হয়েছে। পরে তাঁরা দোকানটি খোলার চেষ্টা করলে বদরুদ্দোজা তাঁদের বাধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোনো ধরনের কার্যক্রম চালানোয় বাধা দেন তিনি।

তবে ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে বদরুদ্দোজা বলেন, ‘অন্যায়ভাবে বাসুদেবের দোকানঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আমি বিষয়টি প্রতিহত করি।’

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণের লোকজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে এটি সমাধান করা হয়েছে।

পিরোজপুরে ১৮ মামলার আসামি বাবু গ্রেপ্তার

মির্জাগঞ্জে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

ভোলায় বাঁকা পা নিয়ে জন্ম নেওয়া ৮ শতাধিক শিশু সুস্থ জীবনে ফিরেছে

চাঁদাবাজি-লুটপাট করে জনগণের ভোট পাওয়ার দিন শেষ: নুর

বরিশালে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নেছারাবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে মুক্তিযোদ্ধা

পিরোজপুরে শিশুসহ একই পরিবারের ৮ জনকে অচেতন করে চুরি

গভীর রাতে কুপিয়ে যুবকের পা বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে ভাই নিহত

ঈদযাত্রা: ঢাকা-বরিশাল নৌপথে বেড়েছে লঞ্চ, বাসের টিকিট নিয়ে হাহাকার

বরিশালে বালুমহলের ইজারা দখল নিয়ে তোলপাড়, বিএনপির ৩ নেতাকে আটক