Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ওই নারীর নাম সামিয়া আক্তার বুলবুলি (২৫)। তিনি ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান রান্না ঘরে। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া। 

নিহতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, ওই দিন সকাল ৯টার দিকে মেয়ের জন্য সামিয়া খিচুড়ি রান্না করতে যায়। সেখান থেকেই তাঁকে বিষধর সাপে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপে ছোবল দেওয়া সামিয়া নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। বিকল্পভাবে (আম্বু ব্যাগ) দিয়ে শ্বাস প্রশ্বাস চালানো হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

কুয়াকাটা সৈকত দখল করে মার্কেট

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল গ্রেপ্তার

কর্মস্থলে ফিরতে বরিশালে লঞ্চে যাত্রীর ঢল

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহত

ভোলায় অস্ত্র, হাতবোমাসহ বিএনপির ৫ নেতা-কর্মী আটক

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আলতাফ হোসেন চৌধুরী

ছুটি চাওয়ায় বান্দরবানে বদলির হুমকি, কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি

মসজিদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের ওপর হামলা