Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল ইউনিভার্সিটি’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। 

এরপরই বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবনের একটি কক্ষে ৮-১০ জন শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। 

আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ, ডেপুটি রেজিস্ট্রার নেয়ামুলের বরখাস্ত ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কর্মচারীদের শাস্তি। 

জানা গেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি বিভাগে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছেন। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তাঁর স্ত্রী আঞ্জুমান আরা নার্গিস পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। নগরীর শের-ই-বাংলা সড়কে দুটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস অবস্থিত। 

বিক্ষোভে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকার পর বুধবার থেকে ক্লাস শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ভবনে আইন বিভাগের পরীক্ষা চলছিল। দুপুর ১২টার দিকে আকস্মিক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘ডেপুটি রেজিস্ট্রারের নেতৃত্বে কর্মচারীরা শিক্ষার্থীদের জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়। তিনজন শিক্ষককে ভেতরে রেখে দ্বিতীয় ভবনটি তালা মেরে দেওয়া হয়। এ সময় কয়েকজন ছাত্রী শ্লীলতাহানির শিকার হন। এরপরই শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে গ্লোবাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপ আছে। তাঁদের কারণে যেকোনো সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই আশঙ্কায় সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার