Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

পিরোজপুরের নেছারাবাদে আবাসিক রিলাক্স হোটেল থেকে ইদ্রিস (৫২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এইচ এম শাহীন। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় এনে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে।’ 

ইদ্রিস নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ারহাটে তাঁর দুটি গার্মেন্টসের দোকান রয়েছে। 

রিলাক্স হোটেলের ম্যানেজার জুয়েল জানান, গত বুধবার বিকেলে তাঁর হোটেলে দুজনের থাকার কথা বলে ইদ্রিস একটি কক্ষ ভাড়া নেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে ম্যানেজার জুয়েল দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষ ভাড়া নেওয়ার জন্য দরজায় কড়া নাড়েন। এ সময় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চলে যান। 

আজ শুক্রবার সকালে আবারও দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষে গিয়ে দরজায় কড়া নাড়েন বলে জানান ম্যানেজার জুয়েল। তিনি বলেন, ‘ইদ্রিস কোনো সাড়া দিচ্ছিলেন না। এ সময় সজোরে দরজা ধাক্কা দিলে একটু ফাঁকা হয়ে যায়। তখন বাহির থেকে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।’ 

দোকানের কর্মচারী ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস মিয়া গত বুধবার রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হন। পরে গত ২৩ মে রাতে তাঁরা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে বন্ধ পান। 

ইদ্রিসের স্ত্রী মাহমুদা বলেন, ‘গত বুধবার সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুই দিন পর্যন্ত রাতে বাসায় আসেননি। আজ সকালে জানতে পারি থানাসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।’

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক