হোম > সারা দেশ > বরিশাল

সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পাঁচ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। আজ রোববার বিকেলে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ফিস ফ্রাই মার্কেট এলাকায় ডলফিনটি দেখা যায়। এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দু’টি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। 

কমিটির সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সদস্য জুয়েল রানা ডলফিনটি দেখতে পেয়ে খবর দেয়। পরে আমরা বন বিভাগকে জানাই। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে ডলফিনটি দুই-তিন দিন আগে মারা গেছে। কীভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিঠে আঘাতে চিহ্ন রয়েছে।’ 

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা–নিরীক্ষা করব।’ 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজকের পত্রিকা বলেন, ‘ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।’ 

উল্লেখ্য, চলতি বছরে একটি নতুন প্রজাতিসহ মোট চারটি ইরাবতী ডলফিন সমুদ্র সৈকতে ভেসে এসেছে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন