হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ইজিবাইক মালিকদের নামে একাধিক লাইসেন্স নবায়নের দাবি

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ইজিবাইক লাইসেন্স মালিক সমিতির সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

ইজিবাইক মালিকদের নামে একাধিক লাইসেন্স নবায়নের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ইজিবাইক লাইসেন্স মালিক সমিতির সদস্যরা এই কর্মসূচির আয়োজন করেন। এতে নেতৃত্ব দেন জেলা ইজিবাইক লাইসেন্স মালিক সমিতির আহ্বায়ক মঞ্জরুল ইসলাম মঞ্জু।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের ইজিবাইক লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় চরম অনিয়ম ও প্রশাসকের স্বেচ্ছাচারিতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘ ১৫ বছর ধরে একাধিক লাইসেন্স পেয়ে জীবনযাপন করা মালিকেরা এখন পৌর প্রশাসকের নির্দেশে ১ হাজার ১৭৬টি ইজিবাইকের মধ্যে ৫১৯টি বৈধ এবং বাকিগুলো অবৈধ ঘোষণার কারণে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন একাধিক ইজিবাইকের মালিকেরা। বারবার পৌর প্রশাসকের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান না পেয়ে মালিকানা বদলি ও নবায়ন স্থগিতের ফলে ভোগান্তি আরও বেড়েছে। বক্তারা দ্রুত সুষ্ঠু প্রক্রিয়ায় নবায়ন কার্যক্রম শুরুর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন আজকের পত্রিকাকে বলেন, টোকেন ব্যবসা বন্ধ করার জন্য পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হলে কতিপয় ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেন। ক্ষমতার প্রভাবে অনেকে ১৫-২০ বেশি লাইসেন্স নিয়েছেন। যেগুলো তাঁরা দীর্ঘদিন ধরে অধিক অর্থের বিনিময়ে ভাড়া দিয়ে আসছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত চালকেরা। আমরা চাচ্ছি প্রকৃত চালকদের লাইসেন্স (টোকেন) পৌঁছে দিতে।

কাওছার হোসেন আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণে টোকেন ভাড়া দেওয়ার পরে চালকেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাঁদের নিজেদের নামে টোকেন থাকলে বাড়তি ভাড়া গুনতে হবে না। গাড়ি চালিয়ে আয় করে খুব সুন্দরভাবে সংসার চালাতে পারবে। পর্যায়ক্রমে সব চালকের জন্য একটি করে স্মার্ট টোকেন দেওয়া হবে, যা তিনি চাইলেও কারও কাছে ভাড়া দিতে কিংবা বিক্রি করতে পারবেন না।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ